গোফরান পলাশ, কলাপাড়া ,পটুয়াখালী।
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও জুলাই যোদ্ধা নুরুজ্জামান কাফিকে পূর্ণ ক্ষতিপূরণ নিশ্চিত করতে তার পুড়িয়ে দেওয়া বাড়ি পরিদর্শন করেছে পটুয়াখালী জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলার কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামে অবস্থিত তার ক্ষতিগ্রস্ত পৈত্রিক বাড়ি পরিদর্শন করেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দীন, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দীন বলেন, “দ্রুততম সময়ের মধ্যে নুরুজ্জামান কাফি ক্ষতিপূরণ পাওয়ার জন্য সরকারের কাছে বিস্তারিত প্রতিবেদন পাঠানো হবে।”
এদিকে নুরুজ্জামান কাফি দুঃখ প্রকাশ করে বলেন, “ঘটনার আট মাস পার হলেও এখনো সরকার থেকে কোনো ক্ষতিপূরণ পাইনি।”
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি (২০২৫) দিবাগত রাতে দুর্বৃত্তরা কাফির বাড়িতে আগুন দেয়। এ সময় তার পিতা-মাতা ও স্বজনরা বাড়িতে থাকলেও তারা নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। পরে এ ঘটনায় কলাপাড়া থানায় মামলা দায়ের করেন নুরুজ্জামান কাফি। বর্তমানে এ মামলায় অভিযুক্ত শাহাদাৎ হাওলাদার (২২) ও মাহফুজ মোল্লা (২১) কারাগারে রয়েছেন।